জেলা এই মুহূর্তে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুজো দিয়ে ঢালাই ব্রিজের কাজ শুরু খানাকুলে।

খানাকুল, ২৯ ডিসেম্বর:- খানাকুলের মুচিঘাটা এলাকায় নতুন ব্রিজ ঢালাইয়ের উদ্ভোধন হলো জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জীর হাত ধরে। অবশেষে খানাকুলের মুচিঘাটা এলাকার পলাসপাই ১ ও ২ নং অঞ্চলবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রিজের ঢালাই এর কাজ শুরু হবে। এদিন জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী নতুন ব্রিজ তৈরির কাজের উদ্ভোধন করেন। জেলাপরিষদের তত্বাবধানে নির্মিত হবে এই ব্রিজটি। পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী পুজো দিয়ে নিজের হাতে ব্রিজের ঢালাই এর কাজের শুভ উদ্ভোধন করেন। তিনি জানান কাজ শুরু হলেও গত কয়েক দিন আগে কাজ বন্ধ হয়ে যায়।

জেলাপরিষদের উদ্যোগে আবার কাজ শুরু হতে চলেছে। একমাস আগে এই এলাকা পরিদর্শন করে যান এলাকার সংসদ সহ জেলাপরিষদের সদস্যরা। খানাকুলের মুচিঘাটা এলাকার পলাসপাই ১ ও ২ নং অঞ্চলের বাসিন্দাদের একমাত্র সংযোগস্থল এই ব্রিজ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য, উপপ্রধান, প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রশাসনিক অধিকারিকগণ। ব্রিজ তৈরির কাজ শুরু হতে দেখে খুশি স্থানীয়রা।