হাওড়া, ২৯ ডিসেম্বর:- দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই পক্ষের পুরনো একটি বিবাদ ঘিরে উত্তেজনা। ঘটলো মারপিটের ঘটনা। তবে, শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার পুলিশের। হাওড়ার দাশনগরের বালিটিকুরি নিউ মোল্লাপাড়ায় একটি পুরানো বিবাদ নিয়ে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটেছে। এই নিয়ে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারপিটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের একজন করে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মহিলাদের কটূক্তি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠলেও পুলিশের দাবি কোনও শ্লীলতাহানির ঘটনা ঘটেনি।
পুলিশের বক্তব্য, জল যাওয়া নিয়ে গন্ডগোল। মহিলাদের মধ্যেই প্রথমে ঝামেলা শুরু হয়েছিল। পরে তাতে তাঁদের আত্মীয়স্বজন এবং পাড়ার যুবকেরাও এসে যুক্ত হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। গালিগালাজ, ঝগড়াঝাটি, মারপিটের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে, বুধবার সন্ধ্যে পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে মামলা শুরু হবে। দোষীদের গ্রেফতার করা হবে।