এই মুহূর্তে জেলা

রাইসিনা হিলে রাষ্ট্রপতির শপথে যোগ দিতে ধামসা মাদল নিয়ে রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে।

হাওড়া, ২৩ জুলাই:- আগামী সোমবার রাইসিনা হিলে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে হুগলির বৈঁচির রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দলকেও।

ওই দলের ২৭ জন আদিবাসী শিল্পী ঢোল, মাদল, ধামসা, কাঁসর এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। শনিবার সকালে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্ম থেকে পূর্বা এক্সপ্রেসে চেপে ওই শিল্পীরা দিল্লির উদ্দেশ্যে রওনা হন। তারা জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তাঁরা খুব গর্বিত এবং খুশি।