হাওড়া, ২৭ ডিসেম্বর:- আচার্য কখনোই এমন কাউকে নিয়ে করা উচিত নয়, যিনি ডক্টরেট না হয়েই দেওয়ালে ডক্টরেট লিখে ভোট চেয়েছিলেন। কখনোই হওয়া উচিত নয়। সোমবার হাওড়ায় শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাম নেতা বিমান বসু ওই মন্তব্য করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু একাধিক প্রশ্নের উত্তর দেন। কলকাতা পৌরসভা নির্বাচনে হিংসা ও ভোট লুট নিয়ে যেমন তিনি প্রশ্ন তোলেন, তেমনই হাওড়া পুর নির্বাচন নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। এর পাশাপাশি উপাচার্য নিয়োগ নিয়েও এদিন কটাক্ষ করতে ছাড়েননি বিমানবাবু।
উল্লেখ্য, করোনাকালে লকডাউনের সময় শিবপুরের পিএম বস্তিতে শ্রমজীবী ক্যান্টিন চালু করা হয়। সোমবারই তার ৫০০ দিন পূর্ণ হলো। এই উপলক্ষে এদিন বাজে শিবপুর মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য বিমান বসু, পার্টির রাজ্য নেতা দীপক দাশগুপ্ত প্রমুখ। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রায় ৩০০র বেশী মানুষের হাতে প্রতিদিন এই ক্যান্টিন থেকে খাবার তুলে দেওয়া হয়।