কলকাতা, ১৬ ডিসেম্বর:- চলতি বছরে সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে নিদৃষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে রাজ্য সরকার সব জেলায় বিশেষ নোডাল আধিকারিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে দেড় লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও মাত্র সাতান্ন হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা গিয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন অসময়ে বৃষ্টির জন্যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় গত মাসে নিদৃষ্ট লক্ষ্যমাত্রায় পৌছনো যায়নি।
এই সময়ে মাত্র ২৪ লক্ষ কৃষক নাম রেজিস্ট্রেশন করিয়েছেন বলে জানা গিয়েছে। সেই কারনে গোটা প্রক্রিয়ায় গতি আনতে প্রতি জেলায় বিশেষ নোডাল আধিকারিক নিয়োগ করে চলতি মাসের মধ্যে দুই লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। এইজন্যে ৪৬২টি ক্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।