কলকাতা, ২৪ নভেম্বর:- দুবছরের কোভিড কাল পেরিয়ে ফের একবার ছন্দে ফিরছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ফের নক্ষত্র সমাবেশের স্বাক্ষী হতে চলেছে কলকাতা। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন বিগ বি- অমিতাভ বচ্চন। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হচ্ছে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন। থাকবেন জয়া বচ্চনও। এর আগেও একাধিকবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেখা গিয়েছিল বিগ বিকে।
গত বছরও অমিতাভ বচ্চনের কিফে যোগদান করার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে এবছর তিনি কলকাতায় আসছেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে।রাজ্যের ব্যান্ড অ্যাম্বাস্যাডার শাহরুখ খানকেও চলচ্চিত্র উত্সবে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তিনি আসতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। জানা গিয়েছে, ১৫ অক্টোবর ছবির সাবমিশন বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে ফিল্ম ফেস্টিভ্যালের তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। উৎসবের থিম এখনও জানানো হয়নি। তবে প্রতি বারের মতো এবছরও দেশ-বিদেশের নামী দামী পরিচালকদের ছবি প্রদর্শিত হবে।