এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ ভারত সেবাশ্রম সংঘের।


তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার বিতরণের কাজ শুরু করেছে। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি যাদের বাড়ি উড়ে গেছে তাদের জন্য ত্রিপল দেওয়া হচ্ছে। বর্তমানে মৌসুমী দ্বীপের বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী স্বামী সত্যমিত্রানন্দ মহারাজের নেত্রিত্বে রান্না করা খাবার দেওয়া হচ্ছে জলবন্দী মানুষদের নৌকোর মাধ্যমে খাবার নিয়ে গিয়ে।