এই মুহূর্তে জেলা

তৃতীয় ঢেউ রুখতে শিশুদের জন্য নতুন ইউনিট চালু হলো শ্রীরামপুর ওয়ালস হসপিটালে।

হুগলি, ২০ নভেম্বর:- কোভিডের তৃতীয় ঢেউের সম্ভাবনাকে মাথায় রেখে শিশুদের জন্য নতুন ইউনিট চালু হলো শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। শনিবার যার আনুষ্ঠানিক সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুদীপ্ত রায়। এই হাসপাতালের পুরনো বিল্ডিং এ ৩৭ টি বেডের নতুন এই ইউনিট চালু হওয়ার ফলে উপকৃত হবে শিশুরা। তারমধ্যে ১২টি থাকছে আই সি সি ইউ পরিকাঠামো যুক্ত। হাসপাতালের সুপার জয়ন্ত সরকার জানান সাংসদ তহবিল থেকে পাওয়া অর্থে এই নতুন ইউনিট চালু হলো

একই সাথে আই সি সি ইউনিট চালানোর জন্য সরকারের থেকে নতুন যন্ত্রাংশ পাওয়ায় সুবিধা হয়েছে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সুদীপ্ত রায় জানান এই ইউনিট সূচনার ফলে কোভিডের তৃতীয় ঢেউে শিশুদের ক্ষতিগ্রস্ত হবার যে সম্ভাবনা তা অনেকটা প্রতিহত করতে সাহায্য করবে। নতুন এই ইউনিট চালু হওয়ায় খুশি শ্রীরামপুরবাসী।