এই মুহূর্তে কলকাতা

পান চাষীদের সুরক্ষা দিতে পানের বরজগুলি ইস্পাতের পাকাপোক্ত তৈরি করে দেবে রাজ্য।

কলকাতা, ২১ নভেম্বর:- আম্ফান, ইয়াসের মত সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের পান চাষীদের। ভবিষ্যতে তারা যাতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হন তা নিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ থেকে পান চাষিদের সুরক্ষা দিতে পানের বরজ গুলিতে ইস্পাতের পাকাপোক্ত কাঠামো তৈরি করে দেবে রাজ্য। যাতে ঝড় জল প্রাকৃতিক দুর্যোগে সেগুলোর ক্ষয়ক্ষতি না হয়। রাজ্যের উদ্যানপালন দফতর সূত্রে খবর ইস্পাতের কাঠামো তৈরি করার খরচের অর্ধেক ভর্তুকি হিসাবে পান চাষিদের দেবে রাজ্য সরকার। জাতীয় উদ্যানপালন মিশনের আওতায় এই ভর্তুকি দেওয়া হবে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত জানিয়েছেন, বাঁশের পরিবর্তে ইস্পাতের তৈরি এই কাঠামো দীর্ঘস্থায়ী হবে।

এর আগেও একাধিকবার রাজ্যের পানচাষীদের পাশে দাঁড়িয়েছে রাজ্য। প্রখর রোদের তেজ থেকে পান চাষ রক্ষা করতে গত বছর থেকে অর্ধেক ভর্তুকিতে বরজের উপরে পলিপ্রপিলিনের ছাউনি তৈরির ক্ষেত্রেও চাষীদের আর্থিক সহায়তা করা হচ্ছে। পান চাষে দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে এ রাজ্য। উদ্যানপালন দপ্তর সূত্রে খবর সারা বিশ্বজুড়ে প্রায় ৯০ রকমের পানপাতা পাওয়া যায়, তার মধ্যে ভারতে ৪৫ প্রজাতির আর এই রাজ্যে ৩০ রকমের পানের চাষ করা হয়। দেশের বিভিন্ন শহরে উৎকৃষ্ট মিঠা পানের সিংহভাগ যায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে। বহু মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে পান চাষের সঙ্গে।শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ১.৫ কোটি চাষী পানচাষ করেই অর্থ উপার্জন করে থাকেন। লকডাউন, আম্ফান, ইয়াসের ছোবল কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে ন পান চাষীরা। এ ব্যাপারে তাদের মূল সহায় রাজ্য সরকারের সার্বিক সহযোগিতা।