এই মুহূর্তে জেলা

পানীয় জলের সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃন এলাকার মানুষ।

মহেশ্বর চক্রবর্তী , ৭ আগস্ট:- একদিকে টিউবয়েল ও সাবমার্সালগুলো বন্যার জলে ডুবে যাওয়ায় ব্যাপক জল সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃর্ন প্লাবিত এলাকার মানুষ। তার ওপর বিদুৎ না থাকায় নাজে হাল অবস্থা খানাকুলের বন্যা দুর্গত এলাকাগুলো। চারি দিকে জল। কিন্তু পানীয় জল নেই। নিরুপায় মানুষ গুলো এক ফোঁটা জলের জন্য তাকিয়ে আছে। এই করুন দৃশ্য দেখা যাচ্ছে হুগলি জেলার খানাকুলের বন্যা দুর্গত এলাকায়। তবে প্রশাসন সুত্রে জানা গিয়েছে, যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে সেই জায়গায় যতটা সম্ভব পানীয় জলের পাউচ ও নৌকা করে জল পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সেটা চাহিদা অনুযায়ী অনেকটাই কম বলে মনে করছেন প্রশাসনের একাংশ।

খানাকুলের কাকনান, বন্দর, পানশিউলি,মাড়োখানা, শাসবসিংহপুর, ধান্যননগরী, নতিবপুর, চিংড়া, গনেশপুর, জয়রামপুর, রাজহাটি সহ বিস্তৃন এলাকা বন্যার জলে প্লাবিত হয় এবং ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এই সব বন্যা দুর্গত এলাকার বেশ কয়েকটি জায়গায় পানীয় জল ও বিদ্যুৎ না থাকায় সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ। তবে সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানা গেছে, বিদ্যুৎ পরিসেবা যেখানে দেওয়া সম্ভব সেখানে দ্রুততার সঙ্গে পরিসেবা দেওয়া হচ্ছে আর যেখানে এক বুক জল ও বিদ্যুৎতের খুঁটি পড়ে গেছে সেখানে বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে। সবমিলিয়ে একদিকে পানীয় জল আর অন্যদিকে বিদুৎ না থাকায় ভয়াবহ পরিস্থিতি খানাকুলের বন্যা দুর্গত মানুষদের।