কলকাতা, ১৭ নভেম্বর:- নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অভিনয় ও ছবি পরিচালনায় উৎসাহিত করতে এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে কলকাতার বালিগঞ্জে শ্রীনাথ হল সভাগৃহে অনুষ্ঠিত হল ২ দিনের সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কেন্দ্রীয় ফিল্ম ডিভিশনের প্রাক্তন নির্দেশক কানুগোপাল দাস। উপস্থিত ছিলেন সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ। দেখানো হয় ২০টি স্বল্প দৈর্ঘের ছবি। প্রদীপ চাটার্জী পরিচালিত ও অভিনীত ৯ মিনিটের ‘রত্নদ্বীপ’ ছবিটিকে বেস্ট পারফরমেন্স ফিল্ম হিসাবে পুরষ্কৃত করা হয়।
তাঁরই অপর ছবি ‘সেমিকোলন’ পায় বেস্ট কনসেপ্ট পুরষ্কার। প্রদীপবাবু বলেন, এর আগে তিনি ওল্ড এজেড হোম নামে একটি দু মিনিটের ছবি তৈরি করে শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার পেয়েছিলেন। রত্নদীপ তার অভিনীত ও পরিচালিত ৭ নম্বর ছবি। খুব শীঘ্রই কলকাতার পর তিনি সিলিগুড়িতে ফিল্ম ফেস্টিভ্যালেও তার ‘দেশ বিদেশ’ নামে ১০ মিনিটের ছবি নিয়ে হাজির হচ্ছেন। মূলত নতুন অভিনেতা অভিনেত্রীদের উৎসাহিত করতেই তাঁর এই প্রয়াস বলে তিনি জানান।