এই মুহূর্তে জেলা

বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা।

সুদীপ দাস, ১৬ নভেম্বর:- বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা। কোভিড অবহে খরচ বাঁচাতে এই ক্লাবের সদস্য সহ এলাকার ক্ষুদেদের প্রচেষ্টায় বিগত তিন মাস ধরে এক অসাধারন থিম উপহার পাবেন সাধান দর্শনার্থীরা। যে থিমে বাঁশবেড়িয়ার ভৌগোলিক অবস্থান হুগলী নদীর পার, ইশ্বরগুপ্ত সেতু এবং সেতুর দুপাশে হংসেশ্বরী মন্দির এবং গাজি দরগাকে দেখানো হয়েছে। মাঝে লেখা আই লাভ বাঁশবেড়িয়া। পুরো থিমটি জিন্স প্যান্টের লেস, লোহার রড, নারকেল গাছের খোল প্রভৃতি উপকরন দিয়ে বানানো হয়েছে। বিগত তিাস ধরে দিনরাত এক করে কাজ করেছেন ক্লাব সদস্য সহ এলাকারই কয়েকজন ক্ষুদে। এদের মধ্যে কেইই পেশাদার শিল্পী নয়। তবে হাতের কাজ ও থিমের ভাবনা দেখে যে কোন পেশাদার শিল্পীকেই প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে। ক্লাব সদস্যদের বক্তব্য বাঁশবেড়িয়া তাঁদের প্রানের শহর। এ শহর তাঁদের গর্বের শহর। গঙ্গা পারের এ শহর হিন্দু-মুসলিম সম্প্রীতির শহর। সেটা বোঝাতেই তাঁদের থিম “ভালোবাসার শহরে, মানবতার স্বাদ”!