এই মুহূর্তে জেলা

শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।

হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ার শিবপুর থানা এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। মৃতের নাম মহম্মদ শাহনওয়াজ বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শিবপুরের ৫৬/১ কাজী শরিফুল আলম লেনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স কুড়ির শাহনওয়াজ বাড়ির ছোট ছেলে। তার আরও দুই দাদা রয়েছে। ছোট হওয়ার জন্য সে সকলেরই আদরের ছিল। সে কোনও কাজকর্ম করত না।

বাড়িতে আর্থিক অনটন ছিল। সেই কারণে যাতে সে কাজকর্ম করে তার জন্য তার মা মাঝেমধ্যেই বলত। রবিবার রাতে মা এই নিয়ে ছেলেকে বলেন। সোমবার সকালে উদ্ধার হয় শাহনওয়াজের মৃতদেহ। শাহনওয়াজকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।