এই মুহূর্তে কলকাতা

দীর্ঘ কুড়ি মাস পর কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে।

কলকাতা, ১৫ নভেম্বর:- দীর্ঘ প্রায় কুড়ি মাস পরে কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা করোনা বিধি মেনে যথাযথ সুরক্ষা বিধি মেনে ক্লাস শুরু করবেন বলে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। দীর্ঘদিন পর পড়ুয়াদের স্কুলে ফেরাকে স্মরণীয় করে রাখতে রাজ্যের শিক্ষা দফতর বিশেষ উদ্যোগ নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল খোলার প্রথম দিন স্কুল গেটে পড়ুয়াদের ফুল-পেন দিয়ে স্বাগত জানানো হবে। এই উদ্যোগ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পর স্কুলগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। আনুষ্ঠানিক স্কুল খোলার ঘোষণার পর থেকেই স্কুল চত্বর এবং ক্লাসরুমে সাফাই অভিযান চলেছে। পাশাপাশি করোনা বিধি মেনে স্কুল খোলার জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়াদের মধ্যে দূরত্ব বজায় রাখা, মাস্ক স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা এবং সচেতনতা প্রচার এর মধ্যে অন্যতম।পড়ুয়াদের স্কুলে উপস্থিতি নিয়েও কোনও বাধ্যবাধকতা থাকছেনা।

স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের মধ্যে ৪-৫ ফুটের ব্যবধান রাখতে হবে।বিশেষ নিরাপত্তাকর্মী সেই কাজ তদারকি করবেন। স্কুলের থেকে একজন থাকবেন, যার কাজ পড়ুয়ারা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করছে কিনা তা তদারকি করা।স্কুলগেটে থাকবে থার্মাল গান, স্প্রে।ক্লাসরুমে দুই পড়ুয়ার মধ্যে যাতে তিন ফুটের ব্যবধান থাকে সেরকম ব্যবস্থা করতে হবে। রাজ্য। এই সংক্রান্ত এক মামলায়,রাজ্য সরকার হাইকোর্টকে জানিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চললে ১৫ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকবে। প্রতিদিন ১০ মিনিট করে কোভিডবিধি নিয়ে সচেতন করা হবে পড়ুয়াদের। ক্লাস চালু হলে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক সংগঠন কারও কোনও অসুবিধা হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারে। কোনও স্কুলের সমস্যা হলে তারা সরাসরি রাজ্য সরকারকে জানাতে পারবে।