এই মুহূর্তে কলকাতা

রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে – মুখ্যমন্ত্রী ।


কলকাতা , ২৬ নভেম্বর:- রেলের গাফিলতির জন্যই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার জন্য মাঝেরহাট সেতুর নির্মাণ ৯ মাস পিছিয়ে গেছে। আজ মাঝের হাট ব্রিজ নিয়ে বিজেপির আন্দোলনকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও একই সুরে অভিযোগ করেছেন সেতু নির্মাণের জন্য বিভিন্ন কারণে রাজ্য সরকার রেলকে ৩৩ কোটি ২৯ লাখ টাকা দিলেও রেলের তরফে প্রতিটি ক্ষেত্রে হেনস্থা করা হয়েছে। সেতুর রেলের উপরের অংশটি ভাঙতে ১৪২ দিন সময় লেগেছিল বলে তিনি জানান।

কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে দুইবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল কে চিঠি দিলেও ছাড়পত্র পেতে কেন নয় মাস সময় লাগলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে এই সেতু নির্মাণের জন্য রাজ্য সরকার জমির ভাড়া বাবদ কলকাতা বন্দর কর্তৃপক্ষ ৭৭ লক্ষ টাকা দিয়েছে বলে তিনি জানান। এদিকে রেলের তরফে এখনো চূড়ান্ত ছাড়পত্র না মেলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ মাঝেরহাট সেতুর সামনে বিক্ষোভ দেখায়। অন্যদিকে দ্রুত সেতু চালুর দাবিতে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে বিজেপিও আজ তারাতলায় বিক্ষোভ দেখানোর সময় পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হন। উল্লেখ্য গত ২০১৮ সালের চৌঠা সেপ্টেম্বর মাঝেরহাট সেতু হঠাৎই ভেঙে পড়েছিল।