সুদীপ দাস, ৪ নভেম্বর:- পান্ডুয়ার মন্ডলাই একদা ছিল জনশূন্য এলাকা। মন্ডলাইয়ের উপর দিয়ে বয়ে যেত কঙ্ক নামক নদী। সেই নদীর তীরেই ছিলো শ্মশান। কথিত আছে সেই শ্মশানই ছিলো তন্ত্রসাধকদের পীঠস্থান। সেখানেই এক তন্ত্রসাধকের হাত ধরে কালী পুজো শুরু বলে লোকশ্রুতি রয়েছে। কালক্রমে এক গৃহিনী সেই পুজোর দ্বায়িত্ব পান। পরবর্তীতে তা চলে আসে বারোয়ারি কমিটির হাতে। বর্তমানে সেই এলাকা পথের পাশে হওয়ায় এই কালীর নাম পথের কালী। কত বছরের পুজো কেউ বলতে না পারলেও ইতিহাস বলছে কঙ্ক নদী মন্ডলাইয়ের উপর দিয়ে বয়ে যেত ৫০০ বছরেরও আগে। প্রত্যেকবছর দীপান্বিতা অমাবস্যায় এখানে কালী পুজো হয়।
পুরনো রীতি মেনে প্রতিবছর রাত দুটোর সময় এই পুজো শুরু হয়। সমাপ্ত হয় পরের দিন সকাল ৮টায়। এরপর ২য় দফায় আবার দুপুর ১২টায় পুজো শুরু হয়। তারপর মাকে বিসর্জন দেওয়া হয়। প্রতি বছর এখানে পাঠাবলি হয়। মানসিক করা বহু মানুষ দন্ডিও কাটেন। তবে বিশেষভাবে উল্লেখ্য মানসিক করা অনেকেই মাকে নিজের বুক চিরে রক্ত প্রদান করেন। যা আজও এখানে হয়ে থাকে। পাশাপাশি প্রতি বছরই এখানে সুবিশাল মৃন্ময়ী মা পুজিত হন। পথের কালী পুজো কমিটির কোষাধ্যক্ষ প্রসেনজিৎ মিত্র বলেন ভক্তদের প্রার্থনা পুর্ন হওয়ায় মাকে অনেকেই স্বর্ণালঙ্কার দান করেন। বর্তমানে প্রায় ৩০ভরি সেই অলঙ্কার দিয়েই মাকে সাজানো হয়।