এই মুহূর্তে জেলা

কালীপুজোর সকাল থেকেই ভক্তদের ঢল বল্লভপুর শ্মশানকালী মায়ের পুজোয়।

হুগলী, ৪ নভেম্বর:- হুগলী জেলার বিখ্যাত বারোয়ারি কালী পুজোগুলির অন্যতম শ্রীরামপুরের বল্লভপুর সর্বজনীন শ্মশানকালী মায়ের পুজো। একশো বাহাত্তর বছরের প্রাচীন এই পুজো করোনা পরিস্থিতির কারনে গত দু বছর ধরে অনেকটাই ম্রিয়মাণ। তবুও কালীপুজোর সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছিল এখানে। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে ভিড়। মনস্কামনা পুরণের জন্য বহু মানুষ সকালে দন্ডী খাটেন। সন্ধা থেকেও মহা সমারোহে দেবীর দেবী দর্শনে মানুষের ঢল নামে মন্দির চত্বরে। সাধক রাজেন্দ্র নাথ ভট্টাচার্য প্রায় ১৭২ বছর আগে শুরু করেন এই পুজো। পাশেই শশ্মানের বাবুলাল ডোম তার সহকারী হিসাবে তিরিশ চল্লিশ বছর ধরে এই পুজো করেন। তার পর থকে বহুবার বহু মানুষ এই পুজো পরিচালনা করার পর ১৯৫২ সালে বরোয়ারী রুপ পায় এই পুজো। ভক্তমতে অত্যন্ত জাগ্রত মা শশ্মানকালীর পুজো বছরের সারা সময় শনি মঙ্গলবার হয়ে থাকে। মায়ের অঙ্গ জুড়ে সোনার গয়না। গলায় অগুণতি মালা। প্রতি বছর হাজার খানেক শাড়ি প্রণামী হিসেবে মা’কে দেন ভক্তরা। সেই শাড়ি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে দেওয়া হয়। এ ছাড়াও, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজও করেন সংগঠকরা।