এই মুহূর্তে জেলা

শান্তিপুরেও বিপুল ব্যাবধানে জয়ী তৃণমূল , যদিও তৃণমূল প্রার্থীর এই জয় উৎসর্গ মুখ্যমন্ত্রীকে।

শান্তিপুর, ২ নভেম্বর:- এই জয় মমতা ব্যানার্জীর জয়, এই জয় উন্নয়নের জয়, প্রায় ৬০ হাজারের বেশি ব্যবধানে ভোটে জিতে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর। শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের শরীরের প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এত ব্যবধানে জিতবে বলে আশা করেননি তৃণমূল নেতৃত্ব। সদ্য বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, সাধারণমানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। এ জয় শান্তিপুর বাসীর জয়। আগামীদিনে শান্তিপুরকে আরো উন্নয়ন করা কিভাবে যায় সেদিকে নজর রাখব আমি।