হাওড়া, ১ নভেম্বর:- হাওড়ার লিলুয়ায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটল। বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। ইটবৃষ্টি করা হয়। জানা গেছে, হাওড়ার লিলুয়া থানা এলাকার আনন্দনগর চকপাড়ায় পঞ্চায়েত প্রধান মনিকা দে’র বাড়িতে রবিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। প্রথমে বোমা মারে। তারপর ব্যাপক ইটবৃষ্টি করা হয়। ওই হামলার সময় পঞ্চায়েত প্রধান মনিকাদেবী বাড়িতেই ছিলেন। সেই সময় আচমকা প্রচন্ড শব্দে বাড়ি কেঁপে ওঠে।
ভয় পেয়ে জানলা দরজা বন্ধ করে দেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই ব্যাপক ইটবৃষ্টি করা হয় বাড়িতে। এছাড়াও ভয় দেখানো ও অশ্রাব্য গালিগালাজ এবং কটূক্তিও করা হয়। দুষ্কৃতীরা মুখে কালো কাপড় বেঁধে এসেছিল এমনটাই জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান। বোমার শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসে পৌঁছান। তবে কি কারণে এই হামলা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।