সুদীপ দাস , ৩০ অক্টোবর:- অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার এক পুর কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার হুগলী ঘাট স্টেশনের সামনে। মৃতের নাম বাসুদেব কর্মকার(৫৪)। বাড়ি চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গার প্রাইভেট কলোনি এলাকায়। পাশ ফিরে শোওয়া অবস্থায় মৃতদেহের পাশেই ছিল একজোড়া চটি ও একটি জলের বোতল। পাশাপাশি একদলা রক্ত পরে রয়েছে। বাসুদেববাবু হুগলী-চুঁচুড়া পৌরসভার স্থায়ী কর্মী। শনিবার তিনি বেতন তুলেছিলেন। তাঁর পকেট থেকে ১০০ টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। চুঁচুড়া থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
