কলকাতা জেলা

মহাসমরেহে পালিত হল মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব।

নদীয়া, ৭ জুলাই:- মহাসরহে ধুমধাম এর সাথে পালিত হল নদীয়ার মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব। রবিবার সকাল থেকেই উৎসবে মুখর হয়ে ওঠে নদীয়ার নবদ্বীপের মানুষ। জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেব কে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়। অন্যদিকে বিদেশি ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তন এ মেতে ওঠে। তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। সকাল থেকেই চলে জোর কদমে প্রস্তুতি, দুপুর তিনটে নাগাদ রথের রশ্মিতে টান পড়ে, এরপর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুর ইসকনের চন্দ্রদয় মন্দিরে। যদিও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথ পরিক্রমা করে।

জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেব কে একবার দর্শন করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ঢল নাবে। আজকের এই রথ উৎসব কে কেন্দ্র করে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, শ্রীধাম মায়াপুর একটি পূর্ণর্থ্রী তীর্থকেন্দ্র। সারা বছরই হাজার হাজার ভক্তবৃন্দদের ভিড় হয়, এ বছর রথযাত্রা আরো মানুষের মূল আকর্ষণ হয়ে ওঠে। আগত ভক্তবিন্দদের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেব মায়াপুর ইসকনের চন্দ্রদয় মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে সাত দিনের জন্য অস্থায়ী অবস্থান করবেন, এরপর আবার মায়াপুর সংযুক্ত রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য একই সমেরহে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেব কে। তবে একপ্রকার বলা যেতেই পারে, আজকের এই রথযাত্রা উৎসবে জমজমাট হয়ে ওঠে নদীয়ার মায়াপুর ইসকন।