সুদীপ দাস, ২৫ অক্টোবর:- ১০০ দিনের কাজে ন্যায্য মজুরির দাবীতে পঞ্চায়েত অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো জব কার্ড ধারীরা। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া ব্লকের রামেশ্বরপুর-গোপালনগর গ্রাম পঞ্চায়েতে। শ্রমিকদের বক্তব্য সঠিকভাবে কাজ করলেও ২১৩ টাকা রোজের বদলে তাঁদের ১৩০ টাকা করে দেওয়া হচ্ছে। এই টাকা তাঁরা নেবে না। ২১৩ টাকার দাবীতেই সোমবার ১০০ দিনের শ্রমিকরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। শ্রমিকরা তাঁদের দাবী সম্বলিত পোষ্টার হাতে স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীদের আন্দোলনের জেরে পঞ্চায়েত অফিসে আটকে পরেন পঞ্চায়েতের উপ-প্রধান অতনু ঘোষ ও নির্মান সহায়ক। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। এবিষয়ে পঞ্চায়েতের উপ-প্রধান অতনু ঘোষ সেভাবে কোন মন্তব্য করতে চায়নি। পঞ্চায়েত প্রধানেরও এদিন দরখা মেলেনি।
