এই মুহূর্তে দেশ

পুনেতে সিঁদুর খেলায় মাতলো বাঙালি মহিলারা।


পুনে, ১৫ অক্টোবর:- দশমীর শেষ লগ্নে মাকে বিদায় জানাবার পালা, চারিদিকে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা মহারাষ্ট্রের পুনে শহরের পূণ্য পুনেপ বেঙ্গলি সমাজের মহিলা সদস্যরাও এই মুহূর্তে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। একে অপরকে সিঁদুর পরিয়ে দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন যে ভারত বর্ষ থেকে করোনার মতো মহামারী যাতে দূর হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এ বছর আমাদের দুর্গাপুজো ২৫ বছরে পড়েছে।

আমাদের ইচ্ছে ছিল আরো অনেক বড় করে এ বারের পুজোটা করা। কিন্তু করোনার মহামারী সবকিছু স্তব্ধ করে দিয়েছে। তবুও আমরা সমস্ত কোভিদ মেনে শাস্ত্রমতে ভক্তিভরে পুজো করেছি পুজোর চার দিন পুনের বাঙ্গালীদের সঙ্গে অন্যান্য ভাষাভাষীদের মানুষরাও শারদ উৎসবে যোগ দিয়েছিলেন। আনন্দ উপভোগ করেছেন প্রসাদ গ্রহণ করেছেন। আমরা বিদায় বেলায় মায়ের কাছে প্রার্থনা করছি মা এই মরণব্যাধি যেন পৃথিবী থেকে দূর হয় পৃথিবী আবার শস্য-শ্যামলা হয়ে উঠুক সমস্ত মানুষ সুখ এবং সমৃদ্ধির সঙ্গে বাস করুক।