এই মুহূর্তে কলকাতা

লোকসভা ভোটের প্রস্তুতি রাজ্যকে শুরু করে দেওয়ার নির্দেশ কমিশনের।

কলকাতা,২৩ ডিসেম্বর:- রাজ্যকে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলল নির্বাচন কমিশন। এই মর্মে তারা রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর। তাতে কমিশন উল্লেখ করেছে, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হতে চলেছে। তাই ভোটগ্রহণের প্রস্তুতি এখনই শুরু করে দিতে হবে। ওই চিঠিতে রাজ্য প্রশাসনের আধিকারিকের তালিকা তৈরি করতে বলা হয়েছে। কোন আধিকারিক কতদিন সংশ্লিষ্ট পদে রয়েছেন, তা কমিশনকে জানাতে বলা হয়েছে। পুলিস প্রশাসনের ক্ষেত্রেও ওই তালিকা প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তারপরই ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে চলেছে।

শুধু পুলিশ কর্তা নয়, জেলা নির্বাচন অফিসার, উপ নির্বাচন অফিসার, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার সবার ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে। তবে কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের ব্যবস্থার সঙ্গে সরাসরি যাঁদের সম্পর্ক নেই যেমন জেলা স্বাস্থ্য আধিকারিক, পূর্ত বা সেচ দফতরের অফিসার, বা স্কুল, কলেজের অধ্যক্ষ—তাঁদের অন্য জেলায় বদলি করার দরকার নেই। মুখ্য সচিবকে পাঠানো এই চিঠিতে কমিশন পরিষ্কার জানিয়েছে, গত ভোটে যে সব অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল, তাঁদের লোকসভা ভোটে পুনরায় দায়িত্ব দেওয়া যাবে না। কোনও অফিসারকে যদি আগের নির্বাচনে কমিশন অন্য জেলায় বদলি করে থাকে, কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে থাকে, তবে তাঁকে এ বার ভোটের দায়িত্ব দিতে বাধা নেই।