এই মুহূর্তে জেলা

আজ থেকে খুলে গেল রিষড়ার ওয়েলিংটন জুট মিল।


হুগলি , ৯ অক্টোবর:- পুজোর মুখে খুশির খবর জুট শিল্পে।আজ থেকে খুলে যাচ্ছে রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শুক্রবার শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অফিসে এক ত্রিপাক্ষিক চুক্তি মাধ্যমে আজ থেকে খুলছে কারখানাটি।এ ব্যাপারে মন্ত্রী বেচারাম মান্না জানান গত ৩ অগাস্ট থেকে কারখানাটি বন্ধ ছিল। ফলে খুবই কষ্টের মধ্যে পড়েছিল এখানকার কর্মরত শ্রমিকরা। কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কারখানা টি খোলার ব্যাপারে উদ্যোগ নেয়। আজকে মালিকপক্ষ শ্রমিকপক্ষ এবং সরকারপক্ষ তিনজন মিলে সিদ্ধান্ত হয়েছে যাতে আবার মিলম টি খোলে।

বেচারাম বাবু বলেন এই মুহূর্তে পশ্চিমবাংলায় এই জুট মিল টি ছাড়া ছাড়া সমস্ত জুটমিল খোলা আছে, এবং একটি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলার চট শিল্পে আবার তার পুরনো গরিমা ফিরে পাবে, এবং পুজোর আগেই শ্রমিকদের তাদের প্রাপ্য বোনাস মিটিয়ে দেয়া হবে। এবং ১৮ তারিখ থেকে ফুল প্রোডাকশন চালু হবে। এদিকে কারখানা খোলায় দারুণ খুশি শ্রমিক-কর্মচারী থেকে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের বক্তব্য যে আমরা এই দীর্ঘ আট মাস খুবই কষ্টের মধ্যে ছিলাম একে করোনার মহামারী তার মধ্যে মিল বন্ধ সব মিলিয়ে নিদারুন সমস্যা ছিল। আমাদের সংসার চালাবার ক্ষেত্রে আজকে এই সিদ্ধান্তের আমরা খুশি। আমরা আশা করব প্রমিক মালিক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কারখানাটি যাতে চালু থাকে সে ব্যাপারে চেষ্টা করব।