এই মুহূর্তে জেলা

ব্যাঁটরায় প্রোমোটার খুনে কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

হাওড়া , ৪ অক্টোবর:- শনিবার রাতে হাওড়ার ব্যাঁটরার ইস্ট – ওয়েস্ট বাইপাসে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনায় রাতেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেও দেখা হচ্ছে। আজ রবিবার সন্ধ্যের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তের কাজ আরও এগোনো যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ মনে করছে ঘটনার নেপথ্যে রয়েছে পুরনো শত্রুতাই। ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরেই ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার ইস্ট – ওয়েস্ট বাইপাসে ওই ঘটনা ঘটে। অমিত হাইত ( ৩৮ ) নামের ওই প্রোমোটারকে প্রকাশ্যেই গুলি করে পালায় দুষ্কৃতিরা।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ব্যাঁটরা থানার আইসি আসেন ঘটনাস্থলে। পুলিশ জানিয়েছে, অমিতের আদি বাড়ি দক্ষিণেশ্বরে। ব্যবসা সূত্রে হাওড়ার মাকড়দহ রোডে থাকতেন। শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়। তবে শনিবার রাতের ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ।ব্যক্তিগত ব্যাপার বা ব্যবসায়িক ব্যাপারে প্রোমোটারের উপর গুলি চালানো হতে পারে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে ওইদিন রাতে একটি ফোন আসে। তারপরই অমিতবাবু স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন। তিনি ইস্ট-ওয়েস্ট বাইপাসের কাছে এসেছিলেন। পুলিশ এখন দোষীদের খুঁজে পেতে তল্লাশি শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করতে চাইছে পুলিশ।