এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও। খোলা হল কন্ট্রোল রুম। বৈঠক করলেন অরূপ রায়।

হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর মোকাবিলায় হাওড়া পুরসভায় সমবায় মন্ত্রী অরূপ রায় পুরসভার সাংগঠনিক প্রশাসকমন্ডলীকে নিয়ে পুরসভার মধ্যেই একটি কন্ট্রোল রুম খুললেন। অরূপ রায় বলেন, এবার ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা অনেক বেশি সতর্কতা গ্রহণ করেছি। প্রতিটি থানা এলাকায় পুরসভার গাছ কাটার টিম পাঠানো হয়েছে। জল যাতে না জমে তারজন্যে পুরসভার সব পাম্প হাউস ও পাম্প সচল রাখা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রস্তুত রয়েছে। বাড়ি ভেঙে পড়লে তারজন্যেও কর্মীরা প্রস্তুত রয়েছেন। বরো অফিসগুলোয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড় থেকে যাতে মানুষকে রক্ষা করা যায় তার জন্য হাওড়া পুরনিগম সমস্ত রকম ব্যবস্থা যেমন গাছ কাটার টিম দেওয়া হয়েছে প্রতিটি থানায়। থানা থেকেই তা কন্ট্রোল করা হবে। জল জমলে তার জন্য পাম্প এর ব্যবস্থা করা হয়েছে। সব পাম্প হাউস মেশিন সচল করা হয়েছে। বাড়ি ভাঙার জন্য আলাদা টিম তৈরি রাখা হয়েছে। গতবারের থেকে শিক্ষা নিয়ে এবারে অনেক বেশি সর্তকতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। প্রতিটি বরোতে আলাদা আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। হাওড়া পুরনিগমের আলাদা কন্ট্রোল রুম থাকছে। এই পরিস্থিতিতে মানুষের সঙ্গে থাকা আমাদের কর্তব্য আমরা ইতিমধ্যে জেলা পর্যায়ে বৈঠক করেছি। সেই বৈঠকে প্রতিটি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এবার জেলা প্রশাসন অনেক বেশি প্রস্তুতি নিয়েছে। সমস্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে যুক্ত প্রত্যেকে ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।

কন্ট্রোল রুম নম্বরঃ
হাওড়া পুরনিগম (হেড কোয়ার্টার) ০৩৩ ২৬৩৭ ১৭৩৫/২৬৩৮ ৩২১১ একস্টেনসন নং ২৯৪
বরো-১ঃ ৮৬১৭৭০২৩৯৮
বরো-২ঃ ৯৮৩৬১৪১৭৭৪
বরো-৩ঃ ০৩৩ ২৬৪০ ৪০৪৯
বরো-৪ঃ ৯৮৭৫৬৯৮৬৪০
বরো-৫ঃ ০৩৩ ২৬৭৮ ০০৩১
বরো-৬ঃ ০৩৩ ২৬৮৮ ১২৭০
বরো-৭ঃ ০৩৩ ২৬২৭ ০০৫৮
বালিঃ ০৩৩ ২৬৫৪ ২২৩৬