এই মুহূর্তে খেলাধুলা

লাগাদার বৃষ্টিতে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ কর্তাদের সঙ্গে প্রতি ঘন্টায় যোগাযোগ বিদ্যুৎ মন্ত্রীর।

কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- লাগাতার বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় রাজ্যের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে বিদ্যুৎ কর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে নিরন্তর কাজ করে পরিস্থিতি যতদূর সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছেন বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধান নগরের বিদ্যুৎ উন্নয়ন ভবনে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান তিনি নিজে প্রতি ঘন্টায় জেলার বিদ্যুৎ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি বলেন গতকাল থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে বিভিন্ন জেলায় প্রচুর গাছ পড়ে এবং বিদ্যুতের খুঁটি উল্টে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।

এপর্যন্ত ৪৮২ টি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার খবর মিলেছে। এছাড়া অনেক জায়গায় জমা জলে ট্রান্সফর্মার এমনকি বিদ্যুতের সাব-ষ্টেশন’র ডুবে যাওয়ার খবর মিলেছে। এর ফলে বাধ্য হয়েই মানুষের সুরক্ষার স্বার্থে ওইসব এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে বিদ্যুৎ কর্মীরা দ্রুত পরিবেশ স্বাভাবিক করে তোলার চেষ্টা করছে বলে তিনি জানিয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। আজকের মধ্যেই প্রয়োজনীয় মেরামতি শেষ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।