এই মুহূর্তে কলকাতা

উৎসবের মরশুমে দুয়ারে রেশন প্রকল্পে গতি আনতে নির্দেশ রাজ্যের।

কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আসন্ন উৎসবের মরশুমে দুয়ারে রেশন প্রকল্পে আরও গতি আনার নির্দেশ দিয়েছে। এই সময় অন্তত রাজ্যের ৫০ শতাংশ গ্রাহকের দোরগোড়ায় রেশনের খাদ্য সামগ্রী পৌঁছে যাবে বলে খাদ্য দপ্তর জানিয়েছে। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে রাজ্যের ১৫ শতাংশ রেশন ডিলারকে নিয়ে পরীক্ষামূলক প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল। অক্টোবরে আরও ৩৫ শতাংশ রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে খাদ্য দফতর সূত্রে খবর। সব মিলিয়ে অক্টোবরে রাজ্যের ৫০ শতাংশ রেশন ডিলার দুয়ারে রেশনের পরীক্ষামূলক প্রকল্পের আওতায় আসছেন।

নভেম্বর মাস থেকে সব রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে পুজোর দিন গুলিতে বন্ধ থাকলেও পুরো উৎসবের মরশুম জুড়ে এই কাজ বন্ধ থাকবে না বলে জানানো হয়েছে। খাদ্য দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুজোর পরে অক্টোবরের ১৭ তারিখ থেকে ‘দুয়ারে রেশন’ কর্মসূচীর ‘পাইলট প্রজেক্টএর কাজ ফের শুরু হবে। ১৭ তারিখের পরে ২১, ২২, ২৪ তারিখ এবং ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের কাজ হবে।