এই মুহূর্তে জেলা

সিমেন্টের বস্তার আড়ালেই গাঁজা পাচার, লরি সহ লক্ষাধিক টাকার গাঁজা আটক।


হুগলি, ১২ ডিসেম্বর:- সিমেন্টের গাড়িতে করে চলছিল গাঁজা পাচার। আর সেই সময়েই ফিল্মি কায়দায় হানা সি আই ডি দলের। ব্যাস্ত রাস্তায় গাড়ি দার করিয়ে চলে তল্লাশি। আর সিমেন্টের বস্তা সরাতেই সকলের চোখ কপালে। প্রায় ১৫০ কেজি গাঁজা পাচার হচ্ছিল ট্রাকে করে। আর সেই সময়েই সিমেন্টের বস্তায় ভরে গাঁজা নিয়ে পাচারের সময় ট্রাক সহ গ্রেফতার চালক সহ খালাসী। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি র দুর্নীতি দমন শাখা সিমেন্ট বোঝাই ট্রাক কে দাঁড় করায় ডানকুনি থানার দিল্লি রোডের উপর।

সিমেন্টের বস্তার আড়ালে লুকানো ছিল গাঁজা। উড়িষ্যা থেকে ট্রাকটি মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল। সিআইডি সূত্রে জানা গেছে,১ কুইন্টাল ৪৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকার বেশি। ট্রাকটি কে আটক করা হয়েছে।তবে এভাবে এই পদ্ধতিতে গাঁজা পাচারের ছক যেনো ঠিক সিনেমার কথা মনে করাচ্ছিল এলাকার মানুষকে।