এই মুহূর্তে কলকাতা

ইট শিল্পকে বাঁচাতে উদ্যোগী রাজ্য।


কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- নিয়মের গেরোয় বিপর্যয়ের মুখে দাঁড়ানো ইটভাটা গুলিকে বাঁচাতে উদ্যোগী হল রাজ্য সরকার। বিধি-নিষেধে কিছুটা ছাড় দিয়ে বিপন্ন ইট শিল্পকে টিকিয়ে রাখতে এদিন নতুন নীতি গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য এই নতুন নীতি গৃহীত হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী বলেন,জাতীয় নীতি অনুসারে এখন ইটভাটার কাজ কেও খনি সংক্রান্ত কাজ হিসাবে ধরা হয়। তাই পরিবেশ সংক্রান্ত নানা নিয়মের জটিলতায় ছাড়পত্র পেতে সমস্যায় পড়েন ইটভাটার মালিকরা। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইট তৈরীর জন্য ১.৫ মিটার পর্যন্ত মাটি খুঁড়লে তাকে আর খনন কাজ বা মাইনিং ওয়ার্ক হিসাবে ধরা হবে না।ফলে তাঁদের আর পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের প্রয়োজন হবে না। আইনি স্বীকৃতি মিললে শিল্প হিসেবে ইটভাটা গুলির এবার সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে পারবেন বলে মুখ্য সচিব জানান। রাজ্যে বর্তমানে ৫৬৩৫ টি নথিভুক্ত ইটভাটা আছে। এছাড়া বেশ কয়েক হাজার ইটভাটা আছে যাদের কোনো সরকারি স্বীকৃতি নেই। এইসব ইটভাটা গুলিকে আইনি স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হলো বলে মনে করা হচ্ছে।