এই মুহূর্তে জেলা

ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন, চিন্তায় পরিবেশবিদরা।

হাওড়া, ৬ ডিসেম্বর:- ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন হয়ে পড়ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবারই পরিস্থিতি সরোজমিন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে জাতীয় উদ্যান হিসেবে খ্যাতি রয়েছে হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের।

কিন্তু গঙ্গা ভাঙনের কারণে সেই উদ্যান ক্রমেই বিপন্ন হতে চলেছে। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পরিবেশবিদদের। রাজ্যের বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত মঙ্গলবার বোটানিক্যাল গার্ডেনের গঙ্গা তীরবর্তী এলাকা লঞ্চে সরোজমিন করেন। তিনি বলেন, এটা জাতীয় স্বার্থ। এই বিষয় নিয়ে জুডিশিয়াল অথরিটি এবং পলিটিক্যাল অথরিটির কাছে যাব।

এই জিনিস যদি আগামী ২০-২৫ বছর ধরে চলতে থাকে তাহলে হাওড়া শহরের অনেকটা অংশ গঙ্গাবক্ষে চলে যাবার আশঙ্কা থাকছে। এখানে আগে ঘাট ছিলনা। এই ঘাট করার জন্য যে কংক্রিটাইজেশন হয়েছে তাতে প্রায় ২০-২৫ ফুটের কাছাকাছি ষাঁড়াষাঁড়ি বানের ধাক্কায় অনেকটাই ক্ষতি হচ্ছে গার্ডেনের গঙ্গা তীরবর্তী অংশের।