এই মুহূর্তে কলকাতা

আর্থিক বছরে রাজ্যে ১০০ টি শিল্পপার্ক তৈরীর লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে রাজ্য সরকার বেসরকারি শিল্প পার্ক তৈরির ক্ষেত্রে ইনসেনটিভ প্রদান সংক্রান্ত নীতিতে আরও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নীতি অনুমোদিত হয়েছে। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, বেসরকারি শিল্পপার্ককে উৎসাহ দিতে ২০১৪ সালে ইন্সেন্টিভ নীতি চালু করা হয়। সেখানে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ন্যূনতম ২০ একর জমি নিয়ে বেসরকারি শিল্প পার্ক তৈরি করলে সরকারি উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হত। মুখ্যসচিব জানিয়েছেন আরও বেশি সংখ্যক শিল্পকে বিনিয়োগে উৎসাহ দিতে এই জমির ন্যূনতম সীমা শিথিল করা হচ্ছে। এখন থেকে এই তিন জেলায় ৫ একর জমি নিয়ে শিল্প পার্ক তৈরি করলেই সংশ্লিষ্ট সংস্থা উৎসাহ ভাতা প্রকল্পের আওতায় আসবেন।

শিল্পপার্ক সম্প্রসারণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাগুলিতে দু একর এবং অন্যান্য জায়গায় ৫ একর বা তার বেশি জমির ক্ষেত্রে রাজ্য সরকার উৎসাহ ভাতা দেবে। একসঙ্গে নতুন কিছু শিল্প প্রকল্প স্বরূপ এই ভাতার আওতায় আনা হচ্ছে। হিমঘর, পোল্ট্রি-মৎস্য চাষ, গুদাম ইত্যাদি শিল্পক্ষেত্রকেও এবার উৎসাহ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন।একই সঙ্গে এবার সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রগুলিকে তাদের উৎসাহ ভাতা দেওয়ার নিয়মেও বদল আনা হচ্ছে। আগে শিল্পপার্ক গুলির নির্মাণ কাজ শেষ হওয়ার পর তাদের উৎসাহ ভাতা দেওয়া হত। এখন থেকে সংশ্লিষ্ট সংস্থাকে তিন ধাপে ২০,৩০ ও ৫০ শতাংশ হারে এই উৎসাহ ভাতা দেওয়া হবে। তিনি বলেন, ২০২০-২১ আর্থিক বছরে রাজ্যে ১০০ টি শিল্পপার্ক তৈরীর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় লক্ষ্যমাত্রা পূরণের জন্য উৎসাহ নীতিতে বদল আনার পাশাপাশি দমকল, পরিবেশ সহ বিভিন্ন দপ্তরের ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে এক জানলা ব্যবস্থা চালু করা হয়েছে।