এই মুহূর্তে জেলা

এন,আর,এস এর পর আর,জি,করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন ডা: সুদীপ্ত রায়।


তরুণ মুখোপাধ্যায়, ৯ সেপ্টেম্বর:- হুগলি স্বাস্থ্য ক্ষেত্রে আবারো একটা বড় দায়িত্ব পেলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তাকে আর,জি,কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হলো। এর কিছুদিন আগেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের এই দায়িত্ব দেয়া হয়েছে। চিকিৎসক ডক্টর সুদীপ্ত রায় আর,জি,কর মেডিকেল কলেজের প্রাক্তনী। ভারতবর্ষের চিকিৎসক দের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তিনি ছিলেন সর্বভারতীয় সভাপতি। অত্যন্ত দক্ষতার সঙ্গে সংগঠনের এই সর্বোচ্চ পদ সামলেছিলেন। সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রেও তিনি দক্ষতার সঙ্গে মানুষের সেবা করে চলেছে। তার এই দায়িত্ব পাওয়ার শ্রীরামপুরের মানুষেরা খুব খুশি। কারণ শ্রীরামপুরের মানুষের আশীর্বাদ নিয়ে চারবার বিধানসভায় পা রেখেছেন। সঙ্গে সঙ্গে শ্রীরামপুর বাসীদের চিকিৎসা ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের আশা তাঁর এই নতুন দায়িত্ব পাওয়ায় তারা বেশি করে ডাক্তার বাবুকে পাশে পাবেন।