আরামবাগ, ৯ সেপ্টেম্বর:- বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শ্রীকান্ত সাঁতরা, বাড়ি হাজীপুরের দেবখণ্ড এলাকায়।ঘটনায় শোকের ছায়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, এই যুবকের বাবা মারা গেছে কয়েক বছর আগেই। বাড়িতে রোজগারী একজনই ছিলো। কিন্তু বিধাতার পরিহাসে তারও মৃত্যু হওয়ায় অসহায় অবস্থা পরিবারে।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল নাগাদ গোয়াল ঘর থেকে গরু বের করে তাদের খাবারের জন্য খর বের করতে গিয়ে অন্যমনস্ক থাকায় হঠাৎই খড়ের গাদা থেকে এক বিষধর গোখরো সাপ বেরিয়ে এসে কামড় দেয়। পরিবারের লোক চিৎকার শুনে তড়িঘড়ি করে ছুটে এসে তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অল্প বয়সী যুবকের সাপের দংশনে মৃত্যু হওয়ায় গোটা এলাকা শোকহত।