এই মুহূর্তে জেলা

এবার কনটেনমেন্ট জোনে বিধিনিষেধ না মানলেই কড়া ব্যাবস্থা আরামবাগে।

আরামবাগ, ৯ সেপ্টেম্বর:- আরামবাগ মহকুমার কনটেনমেন্ট জোনে বিধিনিষেধ না মানলেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন।এদিন খানাকুলের কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত এলাকা থেকে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করে কোটে পাঠায় পুলিশ। প্রশাসন সুত্রে জানা গেছে, খানাকুল দুই নম্বর গ্রাম পঞ্চায়েত, নতিবপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত, চিংড়া গ্রামপঞ্চায়েত, ও পোল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট জোন।

কিন্তু কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হওয়ার পরেও এলাকায় মানুষ বিধিনিষেধ অমান্য করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে তিনকে গ্রেফতার করে। ধৃতদের নাম রাজকুমার মাইতি,সুদিপ্ত অধিকারি,উৎপল অধিকারি। পুলিশ সুত্রে জানা বেআইনি ভাবে জমায়েত ও মাক্স ব্যবহার না করায় পুলিশ তাদের গ্রেফতার করে কোটে তোলে। মাস্ক ব্যবহার না করে খানাকুলের নতিবপুর ১নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর এলাকা থেকে ঘোরাঘুরি করছিলো এবং অবৈধ ভাবে জমায়েত লক্ষ করে পুলিশ এবং দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ।