হাওড়া, ৯ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরে তৈরি হলেও এখনও চালু করা যায়নি হাওড়ার সাঁত্রাগাছি বাসস্ট্যান্ড। কলকাতার দূরপাল্লার বাসস্ট্যান্ডটিকে সরিয়ে আনার লক্ষ্যে সাঁত্রাগাছিতে নতুন করে বাসস্ট্যান্ড তৈরি করা হলেও কিছু সমস্যার কারণে এতদিন তা ব্যবহার করা যায়নি। সেই সমস্যা কাটিয়ে কিভাবে এই বাসস্ট্যান্ডটিকে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে সাঁত্রাগাছি বাসস্ট্যান্ড পরিদর্শন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী। আগামী কয়েক মাসের মধ্যেই এই বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কয়েকটি বাস রুট চালু করে দেওয়া হবে। এই বাসস্ট্যন্ডের সঙ্গে যোগাযোগের ফ্লাইওভার তৈরি হয়ে গেলে পুরোদমে বাসস্ট্যান্ড চালু করে দেওয়া হবে।
আগামী বাংলা নববর্ষের দিনেই এই আন্তঃরাজ্য বাস টার্মিনাসটি চালু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতায় বিজেপি নেতার সিপিভিএফ কর্মীকে চড় মারার ঘটনাকে তিনি বিজেপির সংস্কৃতি বলে ব্যাখ্যা করেন। পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তার ফল কি হতে পারত সেই সম্পর্কেও সাবধান করেন। পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপরে হামলা প্রসঙ্গে তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, এবার ওনার চিৎকার নেই কেন ?