এই মুহূর্তে কলকাতা

পুজো কমিটিগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর , কমিশনের তলব করা ব্যাখ্যার জবাব রাজ্যের।


কলকাতা , ৮ সেপ্টেম্বর:- পুজো কমিটি গুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লংঘন হয়নি বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এ ব্যাপারে কমিশনের তলব করা ব্যাখ্যার জবাবে নির্বাচন কমিশনকে লিখিতভাবে উত্তর দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। কারণ বিধি মেনে মুর্শিদাবাদ এবং ভবানীপুরের কোন ক্লাব সংগঠনকে ওই বৈঠকে ডাকা হয়নি বলে স্বরাষ্ট্র সচিব কমিশনকে জানিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। বুধবারই কমিশন রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক কী কী ঘোষণা হয়েছিল এবং কাদের ডাকা হয়েছিল জানতে চেয়ে চিঠি দিয়েছিল। তাতে এও জানতে চাওয়া হয়েছিল ওই অনুষ্ঠানে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল কিনা।

জানা যাচ্ছে, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা উত্তরে জানিয়েছেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই বৈঠকে কোনও বিধিভঙ্গ হয়নি। উপ নির্বাচনের ক্ষেত্রে কমিশনের যে নিয়ম আছে তাতে মেট্রোপলিটন সিটির জন্য যে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেখানেই শুধু আদর্শ আচরণ বিধি লাগু থাকবে। অন্যদিকে জেলার জন্য কোনো বিধানসভার নির্বাচন বা উপনির্বাচন হলে সম্পূর্ণ জেলাতেই আদর্শ আচরণ বিধি লাগু থাকবে। গতকাল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুর্শিদাবাদ জেলার ও ভবানীপুর বিধানসভার কোনো পুজো কমিটিকেই ডাকা হয়নি। তাই আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের প্রশ্ন ওঠে না। পাশাপাশি কমিশনকে তিনি এও জানান, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভবানীপুর বিধানসভা এলাকার বাইরে। এবং নেতাজি ইন্ডোরে বৈঠক অনুষ্ঠিত করার আগে স্বরাষ্ট্রসচিব সি ই ও দফতরের থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল।