চিরঞ্জিত ঘোষ ,২৯ মে:- নুন্যতম স্বাস্থ্য পরিক্ষা হলো না শ্রমিকদের,ট্রেন থেকে নেমে নেই কোনো পরিবহনের ব্যবস্থা, সামান্য জল পর্যন্ত পাচ্ছে না কেই।এমনই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ছবি দেখা গেলো ডানকুনিতে।মহারাষ্ট্র, যোধপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে গত কাল থেকে ডানকুনিতে ঢুকছে শুরু করেছে ট্রেন।এই ডানকুনি থেকেই বিড়ভুম, বাঁকুড়া সহ বিভিন্ন গন্তব্য স্থানে এই সব শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে পৌঁছে দেবার ব্যবস্থা থাকলেও প্রথম প্রথম বেশ কয়েকটি ট্রেনের যাত্রীরা নান সুযোগ সুবিধা পেলেও পরের দিকে ডানকুনি নেমে একেবারেই অন্ধকারে শ্রমিকেরা।অথচ গত ৫ ই মে আজমির থেকে প্রথম আসা ট্রেনটিকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রীরা, রিতিমত ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল ট্রেন টিকে।কিন্তু দিন যত গিয়েছে ফিকে হয়ে গেছে ডানকুনিতে ফিরে আসা শ্রমিকদের প্রতি সমস্ত সুযোগ সুবিধা। অভিযোগ স্যোশাল ডিস্টেন্স না মেনেই চলছে প্লাটফর্মে যাওয়া আসা ,স্ব্যাস্থ পরীক্ষা কোন ব্যাবস্থা নেই। খাবার তো দুরের কথা, জল কিনে খেতে হচ্ছে সবাই কে।এদিকে ট্রেন থেকে নেমে বাস না পেয়ে বিভিন্ন গন্তব্য স্থানের দিকে হেঁটেই রওনা দিচ্ছে পরিযায়ী শ্রমিকেরা।আর তাতেই রিতিমত আতঙ্কিত ডানকুনি বাসিন্দারা।