আরামবাগ, ৭ সেপ্টেম্বর:- এবার দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে গুরতর অবস্থা হাসপাতালে ভর্তি করতে হলো সাত বছরের এক শিশুকে। প্রতিবাদে স্থানীয়দের পথঅবোরধ।গুরুতর জখম শিশুটির নাম অর্জুন হাঁসদা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের কীর্তিচন্দ্রপুরে। জানা গিয়েছে আবারও দুটি গাড়ির রেষারেষির জেড়ে এই ঘটনা ঘটে। আরামবাগ থেকে বর্ধমান সড়কের অনেকটা দূরে দাঁড়িয়ে থাকা সাত বছরের শিশু অর্জুন হাঁসদাকে ধাক্কা মারে একটি বাস। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে শামিল হন এলাকার স্থানীয় মানুষ। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন গাড়ি চালকদের রাস্তায় আটকে সচেতন করেন স্থানীয় মানুষ। হাসপাতাল সূত্র জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ওই শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।তবে স্থানীয় মানুষের একটাই দাবী দুর্ঘটনা রোধ করতে আরামবাগ ট্রাফিককে আরও কড়া হতে হবে।কঠোর আইন বলবৎ করার পাশাপাশি সচেতন করতে হবে সাধারণ মানুষকে।