এই মুহূর্তে জেলা

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থেকে দুজনকে গ্রেফতার করল সি বি আই।


হাওড়া, ৬ সেপ্টেম্বর:- অক্ষয় সামন্ত ও দেবাশীষ দে। দুজনকে গ্রেফতার করল সি বি আই। মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজ ছয় জনকে ডোমজুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য সাতজনকে তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুজন গ্রেফতার হয়েছে তারা ছাড়া বাকিদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থানার অন্তর্গত বাঁকরা রাজীব পল্লীতে বিজেপি কর্মী ও তাদের পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে। শ্লীলতাহানি মারধর ভাঙচুরের অভিযোগ করা হয় থানায়। পুলিশ সেভাবে তদন্ত করেনি বলে অভিযোগ ওঠে। অভিযুক্তরা গত ৩০ শে আগস্ট জামিন নেয় হাওড়া আদালত থেকে। কিন্তু তদন্তে নেমে বেশ বিষয়ে অসঙ্গতি পায় সি বি আই আধিকারিকরা ।যেকারনে দুজনকে গ্রেফতার করা হয়েছে।