এই মুহূর্তে জেলা

অসম্পূর্ণ রেজাল্ট। বেলুড়ের লালবাবা কলেজে বিক্ষোভ।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টানাপোড়েনে বেলুড় লালবাবা কলেজের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত। স্নাতক স্তরে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট অসম্পূর্ণ আসায় স্নাতকোত্তর স্তরে তারা ভর্তির হতে পারছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, জানুয়ারি মাসে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট বের হয়। কিন্তু দেখা যায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীর রেজাল্ট অসম্পূর্ণ। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যে আভ্যন্তরীন নম্বর দেবার কথা সেটা ফাঁকা রয়েছে রেজাল্টে। এরপর কলেজ কর্তৃপক্ষ তাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলে। এদিকে আগামী ১৫ সেপ্টেম্বর এম এ তে ভর্তির জন্য ফর্ম ফিলাপের শেষ দিন। কিন্তু রেজাল্ট অসম্পূর্ণ থাকায় তাদের ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে চূড়ান্তভাবে মানসিক বিপর্যস্ত তারা। শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে তাদের সমস্যার কথা জানিয়েছে ছাত্রছাত্রীরা।কলেজের অধ্যক্ষ এই সমস্যার কথা স্বীকার করে জানান এখানে তাদের গাফিলতি নেই। তারা নম্বর পাঠিয়ে দিয়েছেন অনেক আগেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মতো আবার নতুন করে পাঠানো হচ্ছে।সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।