এই মুহূর্তে জেলা

পুজোর আগেই অগ্রাধিকার ভিত্তিতে হবে কাজ। বৈঠকে সিদ্ধান্ত পুরনিগমের কর্তাদের।


হাওড়া, ১ সেপ্টেম্বর:- পুজোর আগেই অগ্রাধিকার ভিত্তিতে হবে কাজ। বালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত পুরনিগমের কর্তাদের। হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকালই প্রথমবার বালিতে এসে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। হাওড়া পুরসভার বালি অফিসের কনফারেন্স হলে ওই সভায় বিধায়ক, বিদায়ী কাউন্সিলররা সহ পুরনিগমের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত পরিষেবা, দুয়ারে সরকার সহ নানা উন্নয়নমূলক বিষয়ে সেখানে আলোচনা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত সুজয়বাবু জানান, প্রথমত জল নিকাশি, জমা জল নিষ্কাশন, আবর্জনা সাফাই ও অন্যান্য পরিষেবাগুলি সুচারুভাবে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন শারোদৎসবের আগে জমা জলের যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে তাদের বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। পূজা কমিটি আবেদন করলে সেখানে পাম্প নিয়ে গিয়ে ড্রামে জল ভরে সেখান থেকে জল অন্যত্র ফেলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে হাওড়া থেকে পৃথক করে বালিকে স্বতন্ত্র পুরসভা হিসেবে কাজ শুরু করার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। আপাতত বালির সব এলাকা হাওড়া পুরনিগমের মধ্যেই থাকছে ও পুরনিগমের সব পরিষেবা এখন যেমন মিলছে তাই অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।