এই মুহূর্তে কলকাতা

‘ স্বাস্থ্য ইঙ্গিত ‘ নাম দিয়ে টেলিমেডিসিন পরিষেবা শুরু রাজ্য সরকারের।


কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনাকালে রাজ্যের মানুষকে নিজের এলাকা থেকেই নিখরচায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার সুযোগ করে দিতে ‘ স্বাস্থ্য ইঙ্গিত ‘ নাম দিয়ে টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ শুরুতেই সাড়া ফেলে দিয়েছে। প্রশাসনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী একমাস পেরোনোর আগেই এই পরিষেবা ব্যবহার করে উপকৃত হয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ। গ্রামীণ এলাকা বিশেষ করে দূরবর্তী জেলাগুলির প্রত্যন্ত এলাকার বাসিন্দা রোগী, বিশেষ করে বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষদের কথা মাথায় রেখেই ২রা আগস্ট স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ওই সব রোগী ও তাঁদের পরিজনরা অনেকেই চান কলকাতায় এসে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে।

কিন্তু মূলত দূরত্বের কারণে অনেক সময়েই তা সম্ভব হয়না। এই শূন্যস্থান পূরণ করতেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তাঁর এই উদ্যোগ অনেকটাই সফল হয়েছে। সারা রাজ্যে ২৩৬২ টি টেলিমেডিসিন কেন্দ্র চালু হয়েছে। যেগুলো থেকে এই এক মাসে ১০ লক্ষের বেশি মানুষ এই পরিষেবার সুযোগ নিয়েছেন। যার মধ্যে একটা বড় অংশই দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মত দূরবর্তী জেলার বাসিন্দা। তাৎপর্যপূর্ণ ভাবে যারা রোজ এই টেলিমেডিসিন কেন্দ্রে চিকিৎসকদের পরামর্শ নিতে আসছেন তাদের অধিকাংশই মহিলা। শুধু বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নয় প্রয়োজন বুঝলে কাদের শহরের বিভিন্ন হাসপাতালে রেফার করার বন্দোবস্ত করছেন টেলিমেডিসিনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। এখনো পর্যন্ত প্রায় এক লক্ষ রোগীকে বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।