এই মুহূর্তে কলকাতা

উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আজ বৈঠক কমিশনের।

কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনা আবহে রাজ্য বিধানসভার বকেয়া আসন গুলির নির্বাচন ও উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে। বিকেলে কমিশনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এ ব্যাপারে নিজেদের অবস্থান জানাবেন। জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় তথ্য তৈরি রাখার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে৷

বিশেষত, যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বা স্থগিত হয়ে যাওয়া নির্বাচন হওয়ার কথা, সেখানকার করোনা পরিস্থিতি কী রকম রয়েছে, সেই তথ্যও কমিশন জানতে চাইতে পারে৷ নবান্ন সূত্রে খবর, প্রেজেন্টেশনের মাধ্যমে এই সমস্ত তথ্য কমিশনের কর্তাদের সামনে তুলে ধরা হবে৷উল্লেখ্য রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন এবং দু’টি কেন্দ্রে নির্বাচন বাকি রয়েছে৷