এই মুহূর্তে কলকাতা

অবৈধ বালি খাদান রুখতে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে অবৈধ বালি খাদান যে কোনো মূল্যে রুখতে হবে বলে রাজ্য সরকার জেলা প্রশাসনকে আরও একবার কঠোর নির্দেশ দিয়েছে।দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসক দের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্সে অবৈধ বালি পাচার নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ্যে আসার প্রেক্ষিতে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এই মর্মে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার বারবার এই নিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও এধরনের ঘটনা সামনে আসায় মুখ্য সচিব ক্ষোভ প্রকাশ করেছেন।

জেলার পুলিশ সুপার, ডিএল আর ও, ডি এফ ও র মত আধিকারিকদের সক্রিয়তা বাড়িয়ে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তিনি নির্দেশ দেন। একই সঙ্গে ওভার লোডিং আটকাতে জেলার পুলিশ ও আরটিওদের আরও তৎপর হওয়ার তিনি নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিব ওভার লোডিং সংক্রান্ত সব তথ্য প্রত্যেকদিন রিপোর্ট আকারে পরিবহন দফতরে জমা দিতে মুখ্যসচিব জেলা শাসকদের নির্দেশ দেন।বলা হয়েছে জেলা শাসক ও পুলিশ সুপাররা এডিজি আইন-শৃংখলার মধ্যস্থতায় পরিবহন দপ্তরে অনলাইনে এই রিপোর্ট জমা করবেন।