হুগলি, ২৯ আগস্ট:- সারা ভারত জুড়ে বিরোধীদের বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কচ্ছ থেকে কোহিমা সর্বত্র বিরোধীদের বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে এক হতে হবে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যের ডাক দিলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, এ রাজ্যের সরকার গণতন্ত্র মানছেন না। তাই এখানে বিরোধীদের অন্য চিন্তা ভাবনা করতে হবে। আজ শ্রীরামপুর রবীন্দ্রভবনে প্রয়াত সিপিএম নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী স্মরণসভায় এসে
এই ভাবেই বক্তব্য রাখলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তাঁর কথায় ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় গণতন্ত্র ধ্বংস হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই। যদি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হয় সে ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করে সবাই মিলে এক হয়ে কাজ করা উচিত। তাকে প্রশ্ন করা হয় যে এই আন্দোলনের মুখে কে হবেন? তার উত্তরে বিমানবাবু জানান সেটা আন্দোলনের মধ্য দিয়ে পথ চলতে চলতে স্থির হবে। প্রথম কথা সকলের উচিত এক হওয়া এবং একযোগে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে ওঠা। এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, শ্রীদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার সহ জেলার নেতৃবৃন্দ।