এই মুহূর্তে জেলা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কাবুল ফেরত সুপ্রিয়কে সন্মান জ্ঞাপন গোঘাটে।

মহেশ্বর চক্রবর্তী, ২৮ আগস্ট:- সারা বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনামে এখন আফগানিস্তানের কাবুল। তালিবানের দখলে রয়েছে কাবুল। মুহুর্মুহু বোমা আর গুলির আওয়াজে কাঁপছে কাবুল। অস্থির পরিস্থিতি। চারিদিকে বারুদের গন্ধ আর মৃত্যু মিছিল। সেই ভয়ংকর অবস্থা থেকে বাংলা-ফেরত সুপ্রিয় ধরকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলির গোঘাট ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করা হয় শনিবার। জানা গিয়েছে কাবুল ফেরত এই যুবকের বাড়ি নদীয়াতে। তিনি কাবুলে সেফের কাজ কারতেন।২০১৭ সালে সেখানে যান। তালিবানরা কাবুল দখল করার পরই প্রান বাঁচাতে ভারতে ফিরে আসেন। এই বিষয়ে সুপ্রিয় ধর জানান,কাবুলে যখন গিয়ে ছিলাম একটা স্থিতিশীল পরিস্থিতি ছিলো।

কিন্তু বর্তমানে ভয়ংকর পরিস্থিতি। বহু সাধারণ মানুষকে মারছে তালিবানরা। কাবুল ছেড়ে যাতে কেউ না যায় তার জন্য নির্মম গণহত্যা চলছে। মানুষ প্রান ভয়ে কাবুল ছাড়ছে। সাধারণ আফগান থেকে শুরু করে বিভিন্ন দেশের নাগরিক যারা কর্মসুত্রে আফগানিস্তানে গিয়েছিল তারা সবাই কাবুল ছাড়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। রাজ্য ও কেন্দ্র সরকারের চেষ্টায় বাড়ি ফিরেছি। তৃনমুল ছাত্র পরিষদ সংবর্ধনা দিয়েছে।ভালো লাগছে।অন্যদিকে তৃনমুলের ছাত্র নেতা আশিক হোসেন জানান, এদিন তৃনমুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। পাশাপাশি আফগানিস্তান থেকে বাড়ি ফিরে আসা যুবককে সংবর্ধনা দেওয়া হয়। এরপর আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় যোগ দেবো।