কলকাতা, ২৮ আগস্ট:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতিতে তরুণ ও ছাত্র সমাজের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। দলের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজ তার ভার্চুয়াল ভাষণে তৃণমূল কংগ্রেস নেত্রী আক্ষেপ করে বলেন ইদানিংকালে ছাত্র যুব সমাজ রাজনীতিতে আগ্রহী হচ্ছে না।রাজনীতিতে তরুণদের অংশগ্রহণে জোর দিতে কারণ আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশের স্বার্থে ছাত্রসমাজকে তিনি জোট বাঁধার আবেদন জানান। কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপির বিরুদ্ধে ছাত্র ও শিক্ষক সমাজের কণ্ঠরোধের অভিযোগ তুলে এর প্রতিবাদে সকলকে শামিল হওয়ার ডাক দিয়েছেন। দলের ছাত্র সংগঠনকে দেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রচার কর্মসূচী সংগঠিত করার নির্দেশ দেন।
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বিজেপি সরকার দানবিক, অমানবিক। এই সরকার সারা দেশ বিক্রির পরিকল্পনা করেছে। বিমা, কয়লা, রেলস্টেশন দেশের সব সম্পদ বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিবাদকারীদের সিবিআই ইডির মত এজেন্সিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে প্রচারে নামতে হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী আজ তার ভাষণে ছাত্র-যুবদলের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের কথাও তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করে তিনি বলেন আগামী দিনে তৃণমূল এই সমস্ত রাজ্যে পা রেখে সেখানকার শাসন ক্ষমতা ছিনিয়ে নেবে।