কলকাতা, ২৮ আগস্ট:- দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলের শৃঙ্খলা মেনে দলের নেতৃত্বকে সম্মান দিয়ে কাজ করার আহ্বান জানালেন তৃণমূল নেতা অরূপ রায়। শনিবার ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্য হাওড়ার ২৪ নং ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে এসে ছাত্র কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্র রাজনীতি করার মধ্য দিয়েই উঠে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি করতেন। ছাত্র পরিষদ করতেন। তিনিও একইভাবে ছাত্র রাজনীতি করার মধ্য দিয়েই উঠে এসেছেন।
রাজ্যের মন্ত্রিসভায় যারা মন্ত্রী হয়েছেন তাঁদের মধ্যেও একাধিক জন সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় সহ আমরা অনেকেই ছাত্র পরিষদ থেকে উঠে এসেছি। তোমরাও যদি সঠিক পথে থেকে সৎভাবে নিষ্ঠাভাবে দলের সঙ্গে কাজ করে যাও তাহলে তোমরাও একদিন এই জায়গায় পৌঁছাতে পারবে।” এদিন যোগমায়া সিনেমা হলের সামনে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি নিলয় ঘোষাল, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ্লব ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান ঘোষ, ২৪ নং ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ঋত্বিক মাজী সহ অন্যান্যরা।
এদিকে এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বেলুড়ের লালবাবা কলেজে এক অনুষ্ঠানে দলের পক্ষ থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, দলের বালি কেন্দ্রের সভাপতি প্রবীর রায়চৌধুরী, প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য, ছাত্র পরিষদ নেতা অর্ক ঘোষ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন কালীঘাটের বাসভবনে দুপুরে ভার্চুয়াল মাধ্যমে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয় হাওড়াতেও। অনেক কেন্দ্রে জায়ান্ট স্ক্রিনে সেই বক্তব্য সম্প্রচারিত হয়। হাওড়ায় জেলা সদর পার্টি অফিসেও এদিন মমতার ওই সভা সরাসরি দেখানোর আয়োজন করা হয়।